গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির অবস্থান

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০১৭, ১৮:৫৬

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করেছে গাইবান্ধা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবুর সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা অবিলম্বে গ্যাসের দাম কমানোর দাবি জানান। এ ছাড়া বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ এবং সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যায় জড়িত প্রকৃত দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম রঞ্জু, সহসভাপতি মাহমুদুন্নবী টিটুল, দপ্তর সম্পাদক আব্দুল কাফি মন্ডল, সাবেক সহসভাপতি আলমগীর সাদুল্যা দুদু, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রকাশনা ও প্রচারণা সম্পাদক ওয়াজেদ আলী সরকার, সাবেক পৌর চেয়ারম্যান হাবিবুর রহমান বাবলু, বিএনপির শহর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ বেলাল, সাবেক সাধারণ সম্পাদক শাকিল ইসলাম পাপুল, বিপুল কুমার দাস, মুসা আহমেদ, মকসুদ মিয়া, সাইদুর রহমান চৌধুরী, মোশাররফ হোসেন বাবু, আমান উল্যাহ চৌধুরী সাজু, ওমর ফারুক সেলু, আব্দুর রাজ্জাক ভুটটু, জসিম উদ্দিন খান, এসএম হুনান হক্কানী, আবু নাসের টিপু, তারেকুজ্জামান তারেক, মাধবী রাণী, মৌমুমী বেগম তমা, লাইলী বেগম প্রমুখ।

(ঢাকাটাইমস/২মার্চ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :