২ মার্চকে ‘পতাকা দিবস’ দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০১৭, ১৯:৫৬

২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে যুব সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর হাজিরহাট হামেদিয়া মাদ্রাসা মাঠে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) অঙ্গসংগঠন জাতীয় যুব পরিষদ কমলনগর উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদর হাজিরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা জাতীয় যুব পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলালের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় যুব পরিষদের যুগ্ম-আহ্বায়ক শিব্বির মাহমুদ দেওয়ান, এহসান রিয়াজ, যুব পরিষদ নেতা আবুল বাছেত খোকন, ছবুর খাঁন, আক্তার হোসেন রাজু, নাছির উদ্দিন, সুমন খাঁন, মো. ইব্রাহিম ও জসিম উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে (২ মার্চ) বাংলাদেশের ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ছাত্রনেতা আ স ম আব্দুর রব প্রথম এ পতাকা উত্তোলন করেন। জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব সেসময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের (ঢাকসু) ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

(ঢাকাটাইমস/২মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :