জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: নাসিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ মার্চ ২০১৭, ২১:১৯ | প্রকাশিত : ০২ মার্চ ২০১৭, ২০:৪৬
ফাইল ছবি

মানুষের মৌলিক অধিকার রক্ষার্থে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দুয়ারে পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রতি ৬ হাজার গ্রামীণ জনগোষ্ঠীর জন্য প্রায় ১৩ হাজার ১৩৬ কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সুষ্ঠুভাবে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে উন্নয়ন খাতে ১৩ হাজার ১১৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োজিত রয়েছে।

নাসিম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৪ হাজার ১১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৪২৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমসিএইচ ইউনিট এবং ইওসি চালুকৃত ৭০টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ জাতীয় পর্যায়ের দুটি কেন্দ্র (এমসিএইচটিআই, আজিমপুর ও এমএফটিসি, মোহাম্মদপুর) থেকে মাতৃস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, প্রসব, জরুরি প্রসূতি সেবা, অনূর্ধ্ব ৫ বছর বয়সী শিশু স্বাস্থ্যসেবা, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবাসহ সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতি মাসে প্রায় ৩০ হাজার স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমেও তৃণমূল পর্যায়ের জনগণের মধ্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে।

সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারাদেশে নিম্নমানের এবং নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির দায়ে ৩৭টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এছাড়া নিম্নমানের ও নকল-ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার ১৬৯টি মামলা করে ৬ কোটি ৬৬ লাখ ২৭ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৫৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে এবং ৩৭টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২মার্চ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :