আড়াইহাজারে সুতা তৈরি কারখানায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০১৭, ২২:৫৫

জেলার আড়াইহাজারের ছোট বিনাইরচর এলাকায় একটি সুতা উৎপাদনকারী কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার দুপুরে ভাই ভাই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ছাবেদ আলী স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, দুপুরে আব্দুল হকের মালিকাধীন মিলটিতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রথম স্থানীয় লোকজন ও মিলের শ্রমিকরা চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হয়। পরে আড়াইহাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে নরসিংদীর মাদবদী থেকে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নেভাতে আসে। চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফারুক হোসেন জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। এছাড়া আগুনের সূত্রপাত সম্পর্কেও কিছু জানা যায়নি।

(ঢাকাটাইমস/২মার্চ/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :