বরিশালে বিএনপির তিন নেতা বহিষ্কার

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০১৭, ২১:৪৪

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশালের বানারীপাড়া পৌর বিএনপির সভাপতিসহ তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ শাহীন।

তিনি ঢাকাটাইমসকে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির বানারীপাড়া পৌর কমিটির সভাপতি গোলাম মাহামুদ মাহাবুব মাস্টার, উদয়কাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাচান আলী ও বানারীপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান কমিটির সদস্য খলিলুর রহমান চৌকিদারকে স্ব স্ব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা দীর্ঘদিন যাবৎ দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র অমান্য করে আসছেন। দলের অভ্যন্তরে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। তাদের বিরুদ্ধে বানারীপাড়া পৌর বিএনপির তৃনমূল নেতাকর্মীরা ইতিপূর্বে লিখিত অভিযোগও করেছিল এবং জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে মৌখিক ও লিখিত পত্র দ্বারা তাদের অনেকবার সংশোধন হতেও বলা হয়।

তিনি বলেন, সর্বশেষ বানারীপাড়া উপজেলার উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে সভা করে বিপক্ষে অবস্থান নেন তারা। তাদের বিরুদ্ধে সংগঠনের বিরুদ্ধে এসব অভিযোগের কারণেই বহিষ্কার করা হয়েছে।

এদিকে আজ রাতে বরিশাল জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করা হয়।

(ঢাকাটাইমস/০৩মার্চ/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :