স্কুলশিক্ষার্থীদের সঞ্চয়ী হতে মাদারীপুরে সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০১৭, ১৬:০৫| আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৬:৫৩
অ- অ+

মাদারীপুরে সহস্রাধিক শিক্ষার্থীকে নিয়ে স্কুলব্যাংকিং বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এতে অংশ নেয়।

শনিবার মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ২৯টি ব্যাংকের উদ্যোগে ৭০ জন শাখা ব্যবস্থাপকের অংশগ্রহণে এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনায় এই সম্মেলন হয়।

এনসিসি ব্যাংকের মাদারীপুর শাখা ব্যবস্থাপক এস এম সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস।

প্রধান আলোচক ছিলেন এনসিসি ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট খায়রুল আলম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি মাহমুদুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র ওঝা, সোনালী ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এবিএম বজলুর রহমান খান।

দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং ও সঞ্চয়ের মনোভাব তৈরি ও সর্বোপরি দেশের জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ সময় শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতাও হয়। এতে শিক্ষার্থীরা আরো এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

(ঢাকাটাইমস/৪মার্চ/প্রতিনিধি/আইএইচ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা