সুজানগর উপ-নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কা

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৭, ১৭:২৭

আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য পাবনার সুজানগর উপজেলার উপ-নির্বাচন নিয়ে বিএনপি ও শরিক দলগুলোর মধ্যে শঙ্কা বিরাজ করছে। কেননা উপ-নির্বাচন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নুর নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও পাবনা-২ আসনের সাবেক সাংসদ সেলিম রেজা হাবিবসহ নেতাদের ওপর হামলা করা হয়েছে। মামলা নিচ্ছে না পুলিশ। প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পাবনা জেলা বিএনপি।

শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন- বিএনপি মনোনীত প্রার্থী হাজারী জাকির হোসেন চুন্নু।

চুন্নু বলেন, গেল শুক্রবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী পাবনা-২ আসনের সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিবসহ নেতৃবৃন্দের ওপর হামলা চালায়। এ অবস্থায় আসন্ন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সুষ্ঠু হবে না বলে আশংকা প্রকাশ করেন বিএনপি নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বিএনপি ও শরিক দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৪মার্চ/প্রতিনিধি/আইএইচ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :