পাকুন্দিয়ায় চরাঞ্চলের ১২২ পরিবারকে পল্লী বিদ্যুতের সংযোগ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৭, ১৭:৩১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার প্রত্যন্ত চরাঞ্চলের ১২২টি পরিবারকে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ দেয়া হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা মুনিয়ারিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র সম্পর্কিত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মো.সোহ্রাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতের সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।

জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান একেএম ফজলুল হক বাচ্চু, পল্লী বিদ্যুত সমিতির হোসেনপুর জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো.আব্দুছ ছাত্তার, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো.আবদুল হাকিম, পল্লী বিদ্যুত সমিতির সাবেক সচিব কামাল উদ্দিন ছোটন প্রমুখ।

(ঢাকাটাইমস/০৪মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :