কিশোরগঞ্জে ৩৩ বছর পর দখলমুক্ত ভাষাসৈনিকের বাড়ি

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০১৭, ১৭:৪৭
অ- অ+

কিশোরগঞ্জের ভাষাসৈনিক প্রয়াত মিছিরউদ্দীন আহমেদের গ্রামের বাড়িটি প্রায় ৩৩ বছর পর দখলমুক্ত হয়েছে। গ্রামবাসী ও পুলিশ প্রশাসনের সহায়তায় শুক্রবার বাড়িটি দখলমুক্ত করে ভাষাসৈনিকের বাড়ির সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়।

ভাষাসৈনিক মিছিরউদ্দীন আহমেদের মেজো ছেলে মিজানউদ্দিন টিটু ঢাকাটাইমসকে জানান, তাদের পরিবার প্রায় ৩৩ বছর আগে গ্রাম ছেড়ে কিশোরগঞ্জ শহরে আসার পর থেকে স্থানীয় একটি ভূমিদস্যু চক্র বাড়িটি দখলের জন্য নানা ষড়যন্ত্র, অপচেষ্টা চালাতে থাকে। দখলের প্রাথমিক ধাপ হিসেবে বাড়ির মাঝ বরাবর বেড়া দেয়। কিছু স্থাপনাও ভেঙে ফেলে। বাড়ির গাছ গাছালি কেটে নিয়ে যায়। বাঁশ ঝাড়টি প্রায় উজাড় করে ফেলে। ভিটের মাটি পর্যন্ত কেটে নিয়ে যায়। আব্দুর রাশিদ নামে বাড়ির কেয়ারটেকারকে তাড়াতে তার রান্নার চুলায় মলমুত্র ত্যাগ করা থেকে শুরু করে নানাভাবে অত্যাচার চালায়।

সম্প্রতি বাড়ির সীমানা চিহ্নিত করার জন্য মাপজোক করতে গেলে ভূমিদস্যু চক্রটি বাধা দেয়। এ ব্যাপারে পরিবারটির পক্ষ থেকে করিমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। শুক্রবার পুলিশ ও গ্রামবাসীর সহায়তায় মাপজোকের পর সীমানা চিহ্নিত করে বাড়িটিতে সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়।

এ ব্যাপরে স্থানীয় ইউপি মেম্বার আবু সিদ্দিক বাক্কার ঢাকাটাইমসকে বলেন, কোনো অন্যায় চাপের কাছে আমরা মাথা নত করিনি। দলিল দস্তাবেজ দেখে যার যা প্রাপ্ত বুঝিয়ে দিয়েছি।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির রাব্বানী ঢাকাটাইমসকে বলেন, আইনশৃঙ্খলার কোনো রকম অবনতি যাতে না ঘটে আমরা সে চেষ্টাই করেছি।

(ঢাকাটাইমস/০৪মার্চ/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১১৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অপরাধে চীনের কিংবদন্তি ফুটবলারের ২০ বছরের কারাদণ্ড
হোয়াইট হাউজে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন, যা বললেন জন কিরবি
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!
মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা