পিরোজপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সাবেরা

পিরোজপর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৭, ১৯:১৬

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ঐতিহ্যবাহী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেরা সুলতানা এ বছর পিরোজপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (প্রধান শিক্ষক) নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ১ মার্চ পিরোজপুর জেলা কমিটি তাকে এ স্বীকৃতি প্রদান করে।

এর আগে ২০১৬ সালে তিনি শ্রেষ্ঠ উপজেলা প্রধান শিক্ষক এবং ২০০৩ সালে শ্রেষ্ঠ সদর উপজেলা প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি ১০ বছর ধরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়া ইন্দুরকানী উপজেলা আইনশৃঙ্খখলা কমিটি, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি, বাংলাদেশ স্কাউটসসহ বিভিন্ন সংগঠনের সাথে তিনি জড়িত আছেন। এর আগে তিনি বাংলাদেশ স্কাউটস বরিশাল বিভাগের সাবেক উপ-কমিশনার ও ইন্দুরকানী উপজেলা স্কাউটসের কমিশনার ছিলেন। বর্তমানে তিনি পিরোজপুর মহিলা পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

(ঢাকাটাইমস/০৪মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :