ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্যবিমা প্রচলনের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ মার্চ ২০১৭, ২১:২১ | প্রকাশিত : ০৪ মার্চ ২০১৭, ২১:১৩

দ্বিতীয়বারের মতো জাতীয় ক্যানসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।

শনিবার সকালে শহীদ ডা. মিলন হলে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সম্মেলনের আয়োজক ক্যানসার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্র (সিসিপিআর)।

অনুষ্ঠানে ক্যানসার বিশেষজ্ঞ, ক্যানসার রোগী, স্বজন ও অন্যান্য পেশার মানুষ কার্যকরভাবে ক্যানসার নিয়ন্ত্রণের কৌশল ও উপায় নিয়ে আলোচনা করেন।

খ্যাতনামা কবি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী রোজী বলেন, ‘আমরা ২৮ বছর আগে ক্যানসার ধরা পড়ে। আমি জানি এ চিকিৎসা কত ব্যয়বহুল। ২৮ বছর আগে একবার কেমোথেরাপি দেয়ার জন্য প্রয়োজন হতো ৩০ হাজার টাকা। তাই আমি মনে করি স্বাস্থ্যবিমার প্রচলন দেশে চালু করা উচিত। তাহলে টাকার অভাবে বিনা চিকিৎসায় আর কেউ মারা যাবে না।’

সিসিপিআররের প্রধান পরামর্শক ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের ‘ক্যানসার ইপিডেমিওলজিডা’ বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ‘সচেতনতার অভাবে বেশিরভাগ ক্ষেত্রে অনেক দেরিতে ক্যানসার ধরা পড়ে। এই রোগের বিভিন্ন ঝুঁকির বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।’

হাবিবুল্লাহ তালুকদার বলেন, ‘ক্যানসার চিকিৎসা ব্যয়বহুল। তাই চিকিৎসার জন্য স্বাস্থ্যবিমা প্রচলন করা দরকার।’

উপজেলা পর্যায়ে নারী ডাক্তারের সংখ্যা বাড়ানো প্রয়োজন উল্লেখ করে কাজী রোজী বলেন, ‘নারীরা আসলে নারী ডাক্তারের কাছে অনেক কিছু খুলে বলে। যেটা পরিবারের সদস্য ও পুরুষ ডাক্তারের কাছে বলতে চায় না।’

সম্মেলনে ক্যানসার নিয়ন্ত্রণের কর্মকৌশল ও পরিকল্পনা, স্বাস্থক্ষেত্রে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি), তামাক নিয়ন্ত্রণ, ক্যানসারের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ক্যানসার জয়ের জীবনের গল্প শোনান কাজী রোজীসহ অনেকে। ক্যানসার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা হয়। অনুষ্ঠানে সিনিয়র অনকোলজিস্ট অধ্যাপক এম এ হাইকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

সম্মেলনে ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কিত সায়েন্টিফিক পেপার উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

(ঢাকাটাইমস/০৪মার্চ/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

করোনায় ধূমপায়ীদের মৃত্যু হার ৩ গুণ বেশি: গবেষণা

বিদায়ী উপাচার্যের অনিয়ম-দুর্নীতির প্রশ্নে যা বললেন ডা. দীন মোহাম্মদ

বিএসএমএমইউতে নতুন উপাচার্যকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি  

অ্যানেস্থেসিয়ায় হ্যালোথেন ব্যবহার বন্ধ করতে বললো স্বাস্থ্য সেবা বিভাগ, কেন এ নির্দেশ?

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় বাদাম!

স্বাধীনতা দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব যক্ষ্মা দিবসে জানুন সংক্রামক এ রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত

মৃগী রোগ সম্পর্কে কতটা জানেন? এর লক্ষণ আর চিকিৎসাই বা কী?

এক যুগ আগেই জানা যাবে আপনি মূত্রাশয়ের ক্যানসারে আক্রান্ত কি না

এই বিভাগের সব খবর

শিরোনাম :