মনপুরা ইউপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৭, ১৭:৪৬

সংখ্যালঘু পরিবারের উপর নির্যাতন-জমি দখল, মেঘনা-তেঁতুলিয়ায় নৌ-ডাকাতি ও পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে গত ২৮ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়া মনপুরা ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন হাওলাদারের মুক্তির দাবিতে ভোলায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে মনপুরার জনগণ।

রবিবার দুপুর ১২টায় শহরের নতুন বাজার চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রেসক্লাব সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন হয়।

মনপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক চন্দ্র দাস মাস্টার লিখিত বক্তব্যে বলেন- আলাউদ্দিন চেয়ারম্যান মনপুরার কোনো হিন্দুদের জমি দখল করেননি। রাজনৈতিক কারণে মিথ্যা মামলা দিয়ে তাকে ও তার ভাই ফরহাদকে গ্রেপ্তার করানো হয়েছে।

আমরা তার বিরুদ্ধে এ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সুবাস চন্দ্র হাং, পূর্ণিমা রাণী দাস ও কামাল প্রমুখ।

(ঢাকাটাইমস/৫মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :