গাইবান্ধায় বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০১৭, ১৯:৩৬

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদঘর ঢাকা এবং জেলা প্রশাসনের আয়োজনে রবিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজ্ঞানবিষয়ক এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভূমিকা ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক এ কুইজ প্রতিযোগিতায় গাইবান্ধায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩টি গ্রুপে অর্ধ শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রোকসানা বেগম, সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান প্রমুখ।

অনুষ্ঠানে ৯ জন বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদঘর ঢাকার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/৫মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :