মানুষের মুখ

মায়ার বিদেশযাত্রা

লেখা ও ছবি : শেখ সাইফ
| আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৭:৩২ | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৭, ১৪:৩৯

'এইহানে কি আর স্বাদে বইয়া আছি। বিদেশ যাবার লাই হাতের ছাপ দিবার আইচি। আমার বোনের স্বামী আইবো গ্রাম থেইক্যা। তারপর কী কী করন লাগবো, হেই সব জানে। তার লাই বইয়া আছি।'- বলছিলেন নরসিংদীর মায়া খাতুন। তার সঙ্গে দেখা হয় রাজধানী ঢাকার ইস্কাটন এলাকার প্রবাসী কল্যাণ ভবনের সামনের ফুটপাতে। মায়ার সঙ্গে দেড় বছরের এক মেয়ে, আর পাঁচ বছর বয়সী এক ছেলে।

তিনি যেতে চান সৌদি আরব। ‘আমার স্বামী গাড়ির ড্রাইভার আছিলো। তিন বছর আগে রোড অ্যাকসিডেন্টে পা ভাঙ্গি গেছে। অহন ঠিকমত হাটতে পারে না। চোখেও কম দ্যাহে। আমার স্বামীরে অহন কেউ গাড়ি দেয় না, পা ভাঙ্গা বলে। ট্যাকা থাকলে একখান সিনএনজি কিন্না চালাইতে পারতো। সংসার চালাইতে পারি না। খুব কষ্ট কইরা আছি। তার লাইগা বিদেশ যাইতে চাই।' বলছিলেন মায়া।

তিনি বিদেশে গেলে, ছোট ছোট সন্তান কার কাছে থাকবে? এমন প্রশ্নে মায়ার উত্তর, ‘ওর বাবায় দেখবো। আমার নিজের মা-ও নাই আমার শাশুড়ি-ও নাই। তয় শ্বশুর আছে, বুড়া মানুষ। আর কেডায় দেখবো ওর বাপ ছাড়া?'

বিদেশে যাওয়ার টাকা জোগাড় করছেন কিভাবে, জানতে চাইলে মায়া বলেন, 'সব খরচ অফিস দিছে। তয় অফিসের নাম কইতাম পারি না। আমার পাসপোর্ট করতে আষ্ট হাজার টাকা লাগছে। এই টাকা নিজেরা দিছি।'

মায়া সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যাচ্ছেন। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই তার। কোনোরকমে নিজের নামটাই লিখতে পারেন। এ বিষয়ে বলেন, ‘লেখাপড়াতো আমার বাপ-মায় শেখায় নাই। লেখাপড়া জানলে জীবনে কিছু করতাম তাও ভাগ্যে নেই।'

মায়া খাতুন বিদেশে পাড়ি দিচ্ছেন তিন বছরের জন্য। তার পর দেশে ফিরে আসবেন। তার আগে স্বামীকে স্বাবলম্বী করতে চান। ছেলেমেয়েদের মানুষ করবেন। ‘তাদের বিয়া দিতে হইবো। কত ট্যাকা পয়সা খরচ হইবো। কই পামু?’ ভবিষ্যৎ নিয়ে নানান ভাবনা মায়ার।

মায়ার বিদেশযাত্রা নিয়ে স্বামীর অবস্থান কী- জানতে চাইলে বললেন, 'আমার স্বামী কইছে, দ্যাখো তুমি যদি যাইতে পারো যাও। আমাদের চার শতক জমিন আছে। সেখানে ঘর ছাড়া আর কিছুই নাই। আমি বিদেশ না গিয়ে দেশে কী করুম কন? জমি-জায়গা থাকলে চাষবাস করতে পারতাম। হেইডাও নাই।'

কথা শেষে ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকালেন মায়া। বললেন, ‘আমার এই দুই পোলা-মাইয়ারে মানুষ করবার চাই। ওরা যেন সুখের মুখ দেখে। লেখাপড়া শিখতে পারে হেই ব্যবস্থায় করুম। আমাদের জ্বালা কেউ বুজবে না। সাধে কি আর কোলের মাইয়া রাইখ্যা বিদেশ যাচ্ছি?'

ঢাকাটাইমস/০৬মার্চ/এসএস/টিএমএইচ

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :