গাইবান্ধায় বাড়িতে ঢুকে হরিজনকে মারধর

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৭, ১৭:৪৭

গাইবান্ধা শিল্পকলা একাডেমির পেছনের এক হরিজন সম্প্রদায়ের বাড়ির ভেতর দিয়ে চলাচল করতে নিষেধ করায় ফিরোজ বাসফোরকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠ বাজার এলাকার নুরু মিয়ার ছেলে জহুরুল ও একই এলাকার মজুরি বাসফোর বেদম মারপিট করে। এতে ফিরোজ গুরুতর আহত হওয়ায় তাকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনায় ফিরোজের ছোট ভাই রাজন বাসফোর সোমবার সকালে সদর থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় ওই এলাকার হরিজন সম্প্রদায়ের লোকজন সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

অভিযোগে জানা গেছে, শহরের শিল্পকলা একাডেমির পেছনে নেশাখোর, লম্পট, দেহ ব্যবসায়ী, অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য অপরিচিত লোকজনকে ফিরোজ বাসফোরের বাড়ির ভেতর দিয়ে অব্যাহতভাবে সময় চলাচল করে। এতে তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত সম্ভ্রম ও নিরাপত্তা বিঘ্নিত হয়। এতে ফিরোজ বাসফোরের স্ত্রী জহুরুল ও মজুরি বাসফোরকে বাড়ির ভেতর দিয়ে চলাচল করতে নিষেধ করে। এ কারণে ক্ষিপ্ত হয়ে রবিবার রাত সাড়ে ১১টার দিকে মজুরি বাসফোর ও জহুরুল ইসলাম ছোরা দিয়ে ফিরোজ বাসফোরকে আঘাত করে এবং প্লাস দিয়ে গাল টেনে ধরে।

প্রসঙ্গত, ইতোপূর্বেও একই কারণে ওই সন্ত্রাসীরা ফিরোজ বাসফোরকে মারপিট করে।

(ঢাকাটাইমস/৬মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :