লিটন হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলির ট্রাংক উদ্ধার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৭, ১৯:৩৭

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি রাখার ট্রাংকটি মাটির নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে শামছুজ্জোহা সরকার ওরফে জোহার বসতবাড়ির মাটির নিচ থেকে ট্রাংকটি সোমবার ভোরে উদ্ধার করা হয়।

এমপি লিটন হত্যার প্রধান অভিযুক্ত হিসেবে কারাগারে আছেন একই আসনের সাবেক সংসদ সদস্য আবদুল কাদের খান। তার ব্যক্তিগত সহকারী জোহারে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। আদালতে দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির পরিপ্রেক্ষিতে তার বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে ট্রাংকটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ-মুহাম্মদ আতিয়ার রহমান ঢাকাটাইমসকে বলেন, ট্রাংকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের মাস্টারপাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের গুলিতে মারা যান এমপি লিটন।

(ঢাকাটাইমস/০৬মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :