কুমিল্লা সিটি নির্বাচন: পিডিপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০১৭, ২২:১৯

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সোমবার শেষ হয়েছে। শেষ দিনে আরেকজন মেয়র প্রার্থী প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সোয়েবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দলীয় মনোনয়নপত্র সঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানান রির্টানিং কর্মকর্তার স্টাফ অফিসার মেজবাহ উদ্দিন।

এ দিকে রবিবার প্রথম দিনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জেএসডির শিরিন আক্তারের। জমা দেয়া ভোটার তালিকা ঠিক না থাকায় বাতিল করা হয় স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর মামুনুর রশিদের মনোনয়নপত্র।

সাধারণ ওয়ার্ডে ১৪৫জন প্রার্থীর মধ্যে ছয়জনের এবং সংরক্ষিত ওয়ার্ডের ৪২জনের মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রির্টানিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বলেন, তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি দুইটি বাতিল করা হয়েছে।

আগামী ১৪মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ৩০মার্চ কুমিল্লা সিটি নির্বাচন হবে।

(ঢাকাটাইমস/৬মার্চ/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :