হোসেনপুরে বিএনপি প্রার্থী জয়ী
শাফায়েত নাজমুল, কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৬ মার্চ ২০১৭, ২২:৩২
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী জয় লাভ করেছেন। ধানের শীষ প্রতীক নিয়ে জহিরুল ইসলাম মবিন পেয়েছেন ২৭ হাজার ৩০২ ভোট। তার প্রধান প্রতিদ্বদন্দ্বী আওয়ামী লীগ মনোনীত জহিরুল ইসলাম নূরু পেয়েছেন ১৯ হাজার ২২ ভোট।
সোমবার রাতে ৪৯ টি কেন্দ্রের ভোট গণনা শেষে এই ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে এক লাখ ৩১ হাজার ৪৭৯ জন ভোটারের মধ্যে ৬৮ হাজার ২৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
(ঢাকাটাইমস/৬মার্চ/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন