একটি ভাষণ, একটি কবিতা

জাহাঙ্গীর বাবু
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৭, ১০:৩৭

রক্তঝরা মার্চ আসে কানে আসে সেই আওয়াজ

সাত মার্চ, সেই বজ্রকণ্ঠ, সেই আঙুলের ইশারা, তর্জনীর নাচন

পাকিস্তান সামরিক জান্তার মসনদে তুফান

সাড়ে সাত কোটি বাংলাদেশির স্বাধীনতার স্বপ্ন

আর নয় দেশের নাম পূর্ব পাকিস্তান।

সাত মার্চ উন্নিশশো একাত্তর রেসকোর্স

উত্তাল বঙ্গ জমিন, স্বাধীনতার ভুবনজয়ী ডাক

‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’

টগবগিয়ে উঠে রক্ত, উজ্জীবিত হয় চেতনা

‘আমি যদি হুকুম দিবার নাও পারি

যার যা আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করো’

আর কী চাই,

এই মন্ত্রের ওপর আর কোনো মন্ত্র কি হতে পারে?

মানুষের হৃদয় জয় করা জাদুকর

সরকারি বেসরকারি ছাত্র জনতা

সবার চাই চাই স্বাধীনতা।

সাড়ে সাত কোটি বাংলাদেশির স্বাধীনতা।

কিছু রয়ে যায় পাকিস্তানপ্রেমী

রাজাকার, আলবদর, আল শামস।

একটি ভাষণ, নয় মাস যুদ্ধ

ত্রিশ লক্ষ শহীদ, হাজার মা-বোনের সম্ভ্রম

লালসবুজের একটি পতাকা,

বিশ্বে মানচিত্রে নিজস্ব সীমারেখা।

এক নায়ক, শেখ মুজিবর রহমান

বঙ্গবন্ধু তোমার নাম রবে চির অম্লান,

ভুলবো না, তোমায় ভুলব না,

তোমার ডাকে দেশের স্বাধীনতায় যারা দিয়েছে প্রাণ

যারা করেছে লড়াই, বীর শহীদ, বীর সন্তানেরা

তোমার থাকবে যতদিন লাল সবুজের পতাকা থাকবে।

একটি ভাষণ, একটি কবিতা, নয় মাস যুদ্ধ

ত্রিশ লক্ষ শহীদ, হাজার মা বোনের সম্ভ্রম

লালসবুজের একটি পতাকা,

বিশ্বে মানচিত্রে নিজস্ব সীমারেখা।

বাংলাদেশ।

লেখক: সিঙ্গাপু প্রবাসী

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :