ফরিদপুরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৭, ১৪:১৫

আগামী ২৮ মার্চ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফরিদপুরে সফরকে কেন্দ্র করে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভার শুরুতেই স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসের বাবর, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী প্রমুখ।

সভায় প্রধানমন্ত্রীর ফরিদপুরের কর্মসূচি সফল করতে সরকারের বিভিন্ন দপ্তরের সম্বনয়ে কয়েকটি কমিটি করা হয়। এই কমিটিকে আগামী ১৪ তারিখের মধ্যে তাদের প্রয়োজনীয় রিপোর্ট জেলা প্রশাসকের দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া তার বক্তব্যে বলেন, আগামী ২৮ মার্চ শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রধানমন্ত্রী জনসভা করবেন। এ সভা সর্বাঙ্গীন সফল করতে সরকারি দপ্তরসহ সংশ্লিষ্টদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এজন্য সরকারি কর্মকতা-কর্মচারীদের দপ্তরে সার্বক্ষণিক উপস্থিতির প্রয়োজন হতে বিধায় আপাতত কারো ছুটি না নেয়াই উত্তম।

এছাড়া সরকারের নেয়া সব উন্নয়ন প্রকল্প সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ ও উপস্থাপনের জন্য প্রস্তুতি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন জেলা প্রশাসক।

প্রসঙ্গত, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আট বছরে ক্ষমতায় থাকাকালে এটি তার প্রথম ফরিদপুর সফরের কর্মসূচি।

(ঢাকাটাইমস/০৬মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :