ভোলায় কলেজছাত্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৫:৩৬ | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৭, ১৪:৫৬

ভোলায় আলী নগর স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী রুমি আক্তারের হত্যার অভিযোগে স্বামী লিটনের বিচার দাবিতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম ভোলা জেলা শাখা।

মঙ্গলবার দুপুর ১২টায় শহরের কে-জাহান মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এইচআরডিএফের আয়োজনে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ জনসাধারণ এতে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, সম্পাদক মো. হোসেন, নির্বাহী সদস্য জিনাত রেহানা, নারী নেত্রী বিলকিছ জাহান মুনমুন, আলী নগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জ্যোতি লাল দে।

এসময় বক্তারা বলেন, দেশে একের পর এক স্বামীর নির্যাতনের স্বীকার হয়ে নারী হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এর কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না। এতে এই প্রবণতা দিন দিন বেড়েই চলছে। যার ধারাবহিকতায় গত শুক্রবার সন্ধ্যায় ভোলা পৌরসভা ২নং ওয়ার্ডের শাহে আলম সড়কে লিটক তার স্ত্রীকে হত্যা করেন।

বক্তারা আরও বলেন, রুমিকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার চালান স্বামী। পরে এ ঘটনায় ভোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে রুমির পরিবার। কিন্তু রুমি হত্যার পাঁচ দিন চলে গেলেও পুলিশ ঘাতক লিটনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

হত্যাকারী লিটনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সেই সাথে সারাদেশে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

(ঢাকাটাইমস/০৭মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :