দিনাজপুরে জুয়াড়ির হামলায় পাঁচ পুলিশ আহত

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৭, ১৫:২৬

দিনাজপুরের নবাবগঞ্জে জুয়াড়িদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়েন্দা পুলিশের ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিল বোয়ালমারী গ্রামে এই ঘটনা ঘটে।

দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আতহদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, দক্ষিণ বোয়ালমারী গ্রামের করতোয়া নদীর তীরে দীর্ঘদিন থেকে জুয়ার আসর চালাচ্ছিল বেশ কয়েকজন। বিষয়টি জানতে পেরে গতকাল সন্ধ্যায় সেখানে অভিযান চালাতে যায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান আশরাফ ও দিনাজপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামানসহ একদল পুলিশ। এ সময় জুয়াড়িদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ধাওয়া হয়। জুয়াড়িয়া লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ উজ্জামান, দিনাজপুর ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। রাতেই তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি সম্পর্কে জানতে বিরামপুর থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে আছেন বলে জানান। তবে ঘটনা জানার পর তিনি থানায় ফিরছেন জানিয়ে ঢাকাটাইমসকে বলেন, ‘যেখানে ঘটনাটি ঘটেছে, সেটি নবাবগঞ্জ থানায় নয়, পার্শ্ববর্তী পীরগঞ্জের মধ্যে পড়েছে।।’ এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে কিনা ওসি তা জানাতে পারেননি।

(ঢাকাটাইমস/৭মার্চ/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :