পাকুন্দিয়ায় জঙ্গিবাদ দমন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৭, ১৮:০০

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জঙ্গিবাদ দমনে যুবকদের ভূমিকা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙলবার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে পরিষদ মিলনায়তন সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় শতাধিক যুবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সনদপত্র দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কবির উদ্দিন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রুকুন উদ্দিন, সহকারী পরিচালক তাহসিন আলাউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিসবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক কাজল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শামছুন্নাহার আপেল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আজিজ আকন্দ প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসী কার্যকলাপ ইসলাম কখনো সমর্থন করে না। জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে। পাশাপাশি বেকারত্ব দূর করে সুশীল সমাজ গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করা হয়।

(ঢাকাটাইমস/০৭মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :