ট্রাক থেকে ফেলে শ্রমিক হত্যার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০১৭, ২০:৪৮

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় ট্রাক থেকে ফেলে নাজমুল হোসেন (১৯) নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ভোরে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাজমুল সিরাজগঞ্জ জেলার খোকশাবাড়ি ইউনিয়নের নওটা শৈলাবাড়ি গ্রামের নুরল হকের ছেলে।

জানা যায়, সোমবার গভীর রাতে লালমনিরহাট সদর উপজেলার মহাসড়কের মহেন্দ্রনগর এলাকায় নাজমুলকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে টহল পুলিশ তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এসময় নাজমুল পুলিশকে জানায় তাকে চলন্ত ট্রাক থেকে ফেলে দেওয়া হয়েছে।

নিহতের বাবা নুরল হজ জানান, লালমনিরহাটের ধরলার ডান তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজে ক্রাং মেশিনের সহকারী চালক হিসেবে কাজ করত নাজমুল। কয়েকদিনের ছুটিতে সে বাড়িতে এসেছিল। ছুটি শেষে সোমবার বিকেলে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা হয় সে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আজমল হক ঢাকাটাইমসকে জানান, গুরুতর আহত অবস্থায় সোমবার গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। পরে লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, নিহত নাজমুলের বাবার সঙ্গে কথা বলা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/০৭মার্চ/এসকেএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :