ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৭, ০৯:৫৪

ঢাকা-টাঙ্গইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজট গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে শুরু হয়ে প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ হয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে মহাসড়কে মির্জাপুর উপজেলার ধল্লা এলাকায় চাকা খুলে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এরপর থেকে যানজটের সৃষ্টি হয়। এ দুর্ঘটনার কিছুক্ষণ পরে মির্জাপুর পৌরসভার চরপাড়ায় সেতুর উপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে এবং উপজেলার জামুর্কী এলাকায় আরেকটি ট্রাক বিকল হয়। এতে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট দীর্ঘ হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান পাটোয়ারী জানান, বিকল ট্রাকগুলো সরিয়ে নেয়ার কাজ চলছে। শিগগির এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/৮মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :