ফরিদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৭, ১৩:৪৯

‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’- এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর ফরিদপুরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বণার্ঢ্য একটি র‌্যালি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে র‌্যালিটি শেষ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন এনজিও ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলতআনা আক্তারের সভাপতিত্বে নারী দিবসে গুরুত্ব বিষয়ক এক আলোচনা সভা হয়।

সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. নুর হোসেন ভূঞাঁ, জেলা পরিষদের সদস্য ঝর্ণা হাসান, ব্লাষ্টের শিপ্রা গোস্বামী, নারী নেত্রী আসমা আক্তার মুক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

(ঢাকাটাইমস/৮মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :