ফরিদপুরে হঠাৎ মুষলধারে বৃষ্টি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৭:৫৬ | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৭, ১৭:৪৮

ফরিদপুরের সদর উপজেলার উপর দিয়ে বুধবার দুপুরে শিলাবৃষ্টির সাথে কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে গেছে। এ রিপোর্ট লেখার সময় জেলার কয়েকটি উপজেলার উপর দিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল।

বুধবার দুপুরে আধা ঘণ্টা ধরে চলে এই বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে রাস্তা-ঘাটের মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যায়। ফাঁকা হয়ে গেল সড়কগুলো। বৃষ্টি সাথে চলতে থাকে ঝড়োহাওয়া। তবে কোথাও কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

কয়েকজন চাষি জানান, বৃষ্টির সাথে কোথাও কোথাও শিলাপাত হওয়ায় জমিতে থাকা পেঁয়াজ ও পেঁয়াজ বীজের সামান্য ক্ষতি হয়েছে।

ফরিদপুর আবহাওয়া অফিসের ইনর্চাজ সূর্য্যল আমিন জানান, ফরিদপুরে উপর দিয়ে বয়ে যাওয়া এই বৃষ্টি ২৫ মিলি মিটার রেকর্ড করা হয়েছে।

জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক জিএম আবদুর রউফ জানান, চলতি মৌসুমে পাটের আবাদের জন্য হঠাৎ করে এই বৃষ্টির চাষিদের মুখে হাসি ফুটিয়েছে।

তিনি বলেন, জেলার চরাঞ্চলের বাদাম ও ভূট্টা চাষাবাদে সহায়ক হয়েছে।

(ঢাকাটাইমস/৮মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :