‘চুরি’র অভিযোগে শ্রমিককে মারধর

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৭, ১৮:৩৫

লালমনিরহাটের হাতীবান্ধায় সাইকেল ‘চুরি’র অভিযোগে লিমন নামে এক মোটরশ্রমিককে ফ্লিমি স্টাইলে পেটালেন আবুল খায়ের টোব্যাকো কোম্পানির লোকজন।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ওই উপজেলার কৃষি ব্যাংক এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির হাতীবান্ধা অফিস থেকে একটি সাইকেল চুরি হয়। ওই অভিযোগ টংভাঙ্গা গ্রামের মোটরশ্রমিক লিমনকে আটক করেন কোম্পানির হাতীবান্ধা ম্যানেজার সিরাজুল ইসলাম, সহকারী ম্যানেজার শাওন ও মাঠকর্মী রহিদুল। পরে ওই শ্রমিককে অফিসের ভেতরে বেঁধে বেদম মারধর করা হয়। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে লিমন।

পরে সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু আহত শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান।

হাতীবান্ধা হাসপাতালের চিকিৎসক সইদুল ইসলাম জানান, লিমনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ হয়েছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন।

সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আহত শ্রমিক উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আবুল খায়ের টোবাকো কোম্পানির হাতীবান্ধা ম্যানেজার সিরাজুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম জানান, তিনি বিষয়টি জানেন না। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

(ঢাকাটাইমস/৮মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :