ঝিনাইদহে মাদক নির্মূলে পুলিশের লিফলেট বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৭, ১৮:৩৮

‘আসুন মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ ও সামাজিক আন্দোলন গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক নির্মূলে মাঠে নেমেছে ঝিনাইদহ জেলা পুলিশ। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

স্থানীয় শহরের পোস্ট অফিস মোড়ে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এ লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ডাঃ কানিজ হোসেন জাহান, সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. রোকনুজ্জামান রানু, প্রেসক্লাব সভাপতি এম রায়হানসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, মাদক একটি সামজিক ব্যাধি। মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। বতর্মানে মাদক দেশের একটি অন্যতম সমস্যা। মাদক ও মাদকাসক্তি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে পরিবার। তাই আসুন মাদককে না বলি, মাদক প্রতিরোধে সবার সহযোগীতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলি।

এ সময় পুলিশ সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশা সামুষের মাঝে সচেতনাতমূলক ১৫ হাজার লিফলেট ও পোস্টার বিতরণ করেন।

(ঢাকাটাইমস/০৮মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :