মির্জাপুরে নারী দিবসে শিক্ষার্থীদের স্যানেটারি ন্যাপকিন বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৭, ১৮:৪১

‘নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। নারী দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সেনেটারি ন্যাপকিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার সকালে এ উপলক্ষে শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগতিা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) এর উদ্যোগে মির্জাপুর উপজেলার সদরে একটি র‌্যালি বের করে। মির্জাপুর পৌরসভার মেয়র শাহাদৎ হোসেন সুমন র‌্যালিটি উদ্বোধন করেন।

পরে তারা কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিপি পতি হলে এক আলোচনা সভার আয়োজন করেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সি এইচআরএফ এর সহকারী পরিচালক মাকসুদা ইসলাম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ দুলাল চন্দ্র পোদ্দার, ডা. রমা সাহা প্রমুখ। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বাজার এলাকায় একটি র‌্যালি বের করেন। র‌্যালি শেষে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ মিলনায়তনের সামনের মাঠে আলোচনা সভার আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সার্জন ডা. বাবুল আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিনু পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা আমিনা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা প্রমুুখ আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সবাই মিলে তৃণমূলে জনবান্ধব সেবাই আমরা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে ২৫০জন ছাত্রীর মাঝে সেনেটারি ন্যাপকিন বিতরণ করেন।

(ঢাকাটাইমস/০৮মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :