পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০১৭, ১৯:৫৯
অ- অ+

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক হেলাল উদ্দিন মারা গেছেন। বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান বলে জানা গেছে।

সে পৌরসদরের চরপাকুন্দিয়া গ্রামের দুলাল উদ্দিনের ছেলে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে পৌরসদরের পাকুন্দিয়া-মির্জাপুর সড়কের বরাটিয়া এলাকায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় চালক হেলাল উদ্দিনসহ তিনজন আহত হন।

তন্মেধ্যে হেলাল উদ্দিন ও সেলিম মিয়াকে ঢাকা মেডিকেলে ও আহত মাদরাসা ছাত্র বরাটিয়া গ্রামের প্রবাসী রাজিব মিয়ার ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক হেলাল উদ্দিন বুধবার ভোরে মারা যান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন সড়ক দুর্ঘটনায় হেলাল উদ্দিন নামে এক যুবকের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৮মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা