ঢাকাটাইমসের সংবাদে সেই শ্রেণীকক্ষ পরিদর্শনে ইউএনও

রেজাউল করিম, টাঙ্গাইল
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০১৭, ০৯:৪৩

প্রভারশালী অনলাইন নিউজপোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোরে ২ মার্চ ‘ওদের ধারণা-তৃতীয় শ্রেণীটা এরকমই হয়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি ছিল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সল্পতায় শিক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে। এই প্রতিবেদনটি জেলা-উপজেলায় আলোচনায় উঠে আসে। চোখ পড়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদত কবিরের।

বুধবার বিকাল তিনটায় তিনি উপজেলা শিক্ষা অফিসের প্রতিনিধিদের নিয়ে ওই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি স্থানীয়দের সাথে আলোচনায় বসেন। আলোচনা চলে সন্ধ্যা পর্যন্ত। সরকারি ভবন পেতে বিলম্ব হতে পারে ভেবে সাময়িকভাবে সমস্যা সমাধানে স্থানীয়দের সহযোগিতার জন্য উদ্বুদ্ধ করেন।

এসময় উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস, বেসরকারি প্রতিষ্ঠান, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত একটি টিনসিট ঘর তৈরির আশ্বাস দেন।

খুব দ্রুতই এ কাজ শুরু হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া শিগগিরই ওই বিদ্যালয়ে মিড-ডে মিল চালুরও আশ্বাস দেন তিনি।

কোমলমতি শিশুদের দুর্ভোগের চিত্র তুলে ধরায় ঢাকাটাইমসেরও প্রশংসা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৯মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :