মানিকগঞ্জে ২১ কেজি গাঁজাসহ আটক ১
মানিকগঞ্জে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকা থেকে ২১ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম ফিরোজ হোসেন মুন্নু।
তিনি মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার খাশিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
বুধবার রাত সাড়ে তিনটার দিকে গোপন সংবাদে হানিফ পরিবহন (ঢাকা মেট্টো-ব-১৪-৪৩৭৫) অভিযান চালিয়ে গাঁজাসহ ফিরোজকে আটক করা হয়।
বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ-দৌলা জানান, বুধবার হানিফ পরিবহন নামে একটি নাইটকোচ চট্টগ্রাম থেকে বেনাপোল যাচ্ছিল। মধ্যে রাতে গোপন সংবাদে মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় ওই কোচে অভিযান চালিয়ে হানিফ পরিবহনের সিনিয়র সাবেক ড্রাইভার ফিরোজ হোসেন মুন্নুকে ২১ কেজি গাঁজাসহ আটক করা।
তিনি বলেন, আটক ফিরোজ হোসেন মুন্নু কুমিল্লা নুরজাহান হোটেল থেকে ২টি ট্রাভেল ব্যাগ নিয়ে হানিফ পরিবহন উঠে বেনাপোল যাচ্ছিল।
এ ব্যাপারে আটক ফিরোজ হোসেন মুন্নুর বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
(ঢাকাটাইমস/৯মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন