নিখোঁজের ১২ দিনেও সন্ধান মেলেনি সুরমার
মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ১২ দিন পরেও সন্ধান মেলেনি সুরমা আক্তার (১৪) নামে এক মেয়ের। সে পৌর এলাকার পূর্ব শিকারমঙ্গল গ্রামের আ. কুদ্দুস সরদারের মেয়ে। এ নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি সকালে সুরমা আক্তার তার মামা বাড়ি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামে বেড়াতে যাওয়ার কথা বলে সে আর বাড়ি ফেরেনি। পরে সুরমা আক্তারের সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ নিখোঁজের ঘটনায় কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।
নিখোঁজ সুরমা আক্তারের বড় বোন তানিয়া আক্তার বলেন, নানা বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলে তাকে আর পাওয়া যায়নি। আমরা সকল আত্মীয় স্বজনের বাড়ি খুঁজেছি তাকে কোথাও না পেয়ে থানায় ডায়েরি করেছি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, সুরমা আক্তারের নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৯মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন