কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০১৭, ০৯:২৯

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। নিহত ডাকাতের নাম মিন্টু। তার বাড়ি রাজবাড়ীর পাংশায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ব্রিজের কাছে আদিবাসী অফিসের সামনে সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় গোয়েন্দা পুলিশও গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে গুলিবিদ্ধ হন মিন্টু। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মিন্টুকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি গাছ কাটার করাত ও তিনটি রামদা উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের এএসআই নিহার রঞ্জনসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১০মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :