নেতাদের খুশি না করে জনগণকে খুশি করুন: কাদের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মার্চ ২০১৭, ২১:২১ | প্রকাশিত : ১০ মার্চ ২০১৭, ২০:৪৬

দলের শীর্ষ নেতাদের কাছে নিজেকে উপস্থাপন করতে প্রচার চালাচ্ছেন-দলের এমন নেতাদেরকে এই চেষ্টা থেকে সরে আসার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নেতাদেরকে খুশি না করে জনগণকে খুশি করতে হবে।

শুক্রবার বিকেলে গাজীপুরের রাজবাড়ি মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বলেন ওবায়দুল কাদের। মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেয়া হয় এ সময়। জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন এই আয়োজন করে।

অনুষ্ঠানে তরুণদেরকে পড়াশোনা করার পাশাপাশি রাজনীতি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাস্তায় অনেক বিলবোর্ডে নেতাদের ব্যানার-ফেস্টুুন দেখি। সেগুলোতে বড় বড় ছবি দিয়ে নেতাদের খুশি করার চেষ্টা করা হয়। নেতাদের খুশি না করে, জনগণকে খুশি করার চেষ্টা করুন।’

নেতাদের খুশি করে লাভ নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনি যাদের ভোটে নির্বাচিত হন, যাদের জন্য রাজনীতি করুন, তাদেরকে খুশি করুন।’

তরুণদের ওবায়দুল কাদের বলেন, ‘কোন অবস্থাতেই মনোবল হারাবে না, নিজেকে দুর্বল ভাববে না। নিজে নিজের জীবনকে শেষ করে দেবে না। চেষ্টা করবে, লড়াই করবে, সাফল্য একদিন আসবেই। তারুণ্যই পারে দারিদ্র ও বেকারত্বকে পরাজিত করতে।’

শিক্ষার্থীদেরকে পড়াশোনার তাগিদ দিয়ে ওবায়দুল কাদেও বলেন, ‘কোন রকমে পরীক্ষায় পাস করবে- এ শিক্ষা কোনো কাজে আসবে না। তাই শিক্ষার্থীর মতো নিজেকে গড়ে তোল, পরীক্ষার্থী হিসেবে নয়। জীবনের জন্য শিক্ষাগ্রহণ কর, জীবিকার জন্য নয়।’

জীবনের চ্যালেঞ্জ গ্রহণে কখনও কিছপা না হওয়ার পরামর্শও দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, ‘জীবন হচ্ছে নদীর মত। যে নদীর ঢেউ নেই সেই নদীর কোনো মূল্য নেই। যে আকাশে মেঘ নেই সেই আকাশ আকাশ নয়। যে সাগরে ঢেউ নেই সেটা কোনো সাগর নয়। যে প্রকৃতিতে দুর্যোগ নেই সেটা কোনো প্রকৃতি নয়। সুতরাং জীবনে বড় হতে হলে অসম্ভবকে সম্ভব করার প্রস্তুতি রাখতে হবে। কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করার সৎ সাহস অর্জন করতে হবে।’

জাহাঙ্গীর আলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে গাজীপুর মহানগরীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় তিনশ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির চেক, একশ ল্যাপটপ ও পাঁচটি মোটরসাইকেল দেয়া হয়।

ঢাকাটাইমস/১০মার্চ/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :