যুব মহিলা লীগের সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৭, ০৯:৫০

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলন শনিবার। প্রায় ১৩ বছর পর সকাল সাড়ে ১০টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন উদ্বোধন করবেন শেখ হাসিনা।

উদ্বোধনী অধিবেশন শেষে কাউন্সিল অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হবে। একই সঙ্গে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটিও ঘোষণা করা হবে।

সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, প্রায় ১ হাজার ৬শ কাউন্সিলর সম্মেলনে যোগ দেবেন। সারাদেশের সব জেলায় সম্মেলনের পোস্টার, ব্যানার, ফেস্টুন পাঠিয়ে দেয়া হয়েছে। আশা করছি, অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে পারব।

২০০২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালের ৫ মার্চ। সভাপতি পদে আসেন নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক করা হয় অপু উকিলকে। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

(ঢাকাটাইমস/১১মার্চ/টিএ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :