রাজধানীতে ছয় ভুয়া গোয়েন্দা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৭, ১৫:১৩

রাজধানীর কদমতলী এলাকা থেকে ছয় ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকালে আলম মার্কেটের সামনে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. জাহাঙ্গীর আলম ওরফে শাকিল, মো. মামুন হোসেন, মো. আমিন গাজী, মো. রনি ওরফে মাহাবুব , মো. ইব্রাহীম ও মো. শাখাওয়াত হোসেন সজিব। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ওয়ারলেস ও হ্যান্ডক্যাপ উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী ঢাকাটাইমসকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ঢাকা শহর ও তার আশেপাশের এলাকায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান করে ব্যবসায়ীদের চিহ্নিত করে এবং ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই ও ডাকাতি করত। তারা ভিকটিমকে গাড়িতে জোরপূর্বক উঠিয়ে সব মূল্যবান দ্রব্যাদি কেড়ে নিয়ে ফাঁকা কোন স্থানে ফেলে রেখে যেত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১মার্চ/এএ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :