প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০১৭, ১৭:৫৪

নওগাঁয় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত পলিটেকনিক ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী শ্যামল চন্দ্র নিহত হয়েছেন। শনিবার দুপুর ১টার দিকে আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

নিহত শ্যামল জেলার পত্নীতলা উপজেলার বাসখোলা গ্রামের গোপাল চন্দ্রের ছেলে।

শ্যামলের বন্ধু আব্দুল্লাহ মোবাইল ফোনে জানান, শুক্রবার রাতে পূর্ববিরোধের জেরে পলিটেকনিক এলাকায় শ্যামল চন্দ্রকে কয়েকজন যুবক উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে শ্যামলের পেটে মারাত্মক জখম হলে সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে শ্যামলের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক বলেন, এ ব্যাপারে নওগাঁ সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। তবে পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটনে অকেদুর এগিয়েছে। শিগগির হত্যার মূল তথ্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি জানান।

ইতোমধ্যে তথ্য উদঘাটনে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, আসামিরা যত শুক্তিশালীই হোক বা যে কোন দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না। তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

এদিকে মৃত্যুর খবর শোনার পর পলিটেকনিকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন সহপাঠীরা।

(ঢাকাটাইমস/১১মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :