মেহেরপুরে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
মেহেরপুর মুজিবনগরে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার বিকালে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা বলছেন, প্রাথমিকভাবে গোপনাঙ্গে ক্ষত চিহ্ন পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে ৭ম শ্রেণীর ছাত্র মাজেদুল হক শিশুটিকে ফল খাওয়ানোর নাম করে রাস্তায় থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ফসলের মাঠে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি তার বাড়ি ফিরে এসে বিষয়টি তার অভিভাবকদের জানায়। অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক রাফিক উন নবী সিয়াম জানান, প্রাথমিকভাবে মেয়েটির গোপানাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নিলে মেডিকেল টিম গঠনের মাধ্যমে শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর নিশ্চিত করে বলা যাবে ধর্ষণ কিনা।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কাজী কামাল হোসেন জানান, ঘটনা জানার পরপরই ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/১১মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন