ক্ষমতার লোভে খালেদা গণহত্যা করেছেন: খালিদ

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৯:৫৮ | প্রকাশিত : ১২ মার্চ ২০১৭, ১৯:৫৭

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দশম সংসদ নির্বাচনের আগে এবং প্রথম বর্ষপূর্তিতে খালেদা জিয়া অন্যায় আবদার নিয়ে, অসাংবিধানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে ক্ষমতার লোভে গণহত্যা করেছেন। শত শত নর-নারী ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এই গণহত্যা ছিল একাত্তরের ধারাবাহিকতা। খালেদা জিয়া এখনো পাকিস্তানি হানাদার বাহিনীর পদাঙ্ক অনুসরণ করে পথ চলছেন।

রবিবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জের আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলার ১৮টি গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খালিদ বলেন, ‘গণমানুষের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের উন্নয়নকে তরান্বিত করতে বিশ্বব্যাংককে চ্যলেঞ্জ করে পদ্মা সেতু তৈরি করছেন, বিশ্ব মানবতার জন্য লড়াই করছেন, খালেদা জিয়া তখন ক্ষমতার নেশায় গণহত্যা করেছেন।’

আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে এখন থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, কারণ এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। এই নির্বাচনে বিএনপি আন্তর্জাতিক ষড়যন্ত্র করবে। এমন এমন গুজব ছড়ানো হবে সাধারণ মানুষ আমাকেও অবিশ্বাস করবে। আগামী নির্বাচন হবে অত্যন্ত জটিল ও কঠিন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আগামী নির্বাচনে বিএনপি না এলে বিএনপি বিলীন হয়ে যাবে। এই নির্বাচনে অনেক ষড়যন্ত্র হবে, কাজেই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে খালিদ বলেন, ২০১৮ সালের মধ্যেই ঘরে ঘরে বিদ্যুৎ চলে যাবে।

বোচাগঞ্জ পৌর মেয়র আব্দুর সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিনিয়র ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফরুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী প্রমুখ।

(ঢাকাটাইমস/১২মার্চ/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

খুলনায় গির্জায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপি নেতা বকুলের সহায়তা

শ্রমিকদের হত্যাকাণ্ডের বিচারে সময়ক্ষেপণ দেশবাসী মেনে নেবে না: খেলাফত মজলিস

এই বিভাগের সব খবর

শিরোনাম :