লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে যুবলীগের প্রতিনিধি সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৭, ২০:১৭

আগামী ১৪ই মার্চ লক্ষ্মীপুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখা হাসিনার আগমন উপলক্ষে আয়োজিত মহা-সমাবেশ সফল করতে প্রতিনিধি সভা করেছে যুবলীগ।

রবিবার দুপুর ১২টায় লক্ষ্মীপুর টাউন হল অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্মীপুর স্টেডিয়াম এর মহাসমাবেশ সফল করার জন্য যুবলীগ নেতা ও কর্মী-সমর্থকদের দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

এসময় লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সালাউদ্দিন টিপুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ জামাল রিপন, মো. বায়েজিদ ভূঁইয়ার পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, লক্ষ্মীপুর -০৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাজাহান কামাল, লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, অ্যাডভোকেট বেলাল হোসাইন, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, আজাহার উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুর ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, রফিকুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর যুবলীগ উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিন সহ-সভাপতি সোহারাব হোসেন স্বপন, মো. শোয়েব হোসেন ফারুক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক বিএনপির সমালোচনা করে বলেন, তাদের রাজপথে লড়াই করার মত ৫০ জন লড়াকু সৈনিক নাই, কারণ বিএনপির লোকজন বিভিন্ন দল থেকে আসা প্রক্সি পার্টির লোক।

তিনি বলেন, যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ^ শান্তির দর্শন “জনগণের ক্ষমতায়ন” বাস্তবায়ন করার লক্ষে কাজ করে। শান্তির নোবেল পেয়েছে বারাক ওবামা, কিন্তু কোনো দর্শন নাই। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দর্শন আছে, আবার দর্শনটি তিনি বাস্তবায়নও করেছেন। যার ফলে বাংলাদেশ আজ বিশে^র বিস্ময়। পৃথিবীতে অনেক দার্শনিক আছেন যাদের দর্শন আছে কিন্তু শেখ হাসিনা এমন একজন মানুষ যার দর্শন আছে আবার সেই দর্শনের আলোকে তিনি বাস্তবায়নও করেছেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এখন খাদ্য আমদানির দেশ নয়, খাদ্য রপ্তানির দেশ। বাংলাদেশের ফলমূল এখন বিশ^ বাজারে। এ দেশের আম বিশে^ এখন অষ্টম স্থান অধিকার করেছে। পেয়াজ সপ্তম স্থান অধিকার করেছে। শাক-সবজি এখন শুধু শীতকালীন ফসল নয়, বারো মাস পাওয়া যায়।

(ঢাকাটাইমস/ইউএএম/টিএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেনীতে অনাবাদি জমিতে শতকোটি টাকার তরমুজ চাষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

এই বিভাগের সব খবর

শিরোনাম :