নাটোরে আটক চার ‘জেএমবি সদস্য’ কারাগারে

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৭, ২০:৩৬

নাটোরে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক চারজনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তারা সকলেই জেএমবির সদস্য বলে জানিয়েছে পুলিশ।

রবিবার বিকেলে নাটোর সদর কোর্টের ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিন এই আদেশ দেন।

আজ আটক ফজলুর রহমান তাহের, শহিদুল ইসলাম, শাহাবুদ্দিন ও রহিদুল ইসলামকে আদালতে হাজির করা হয়।

এসময় ৩ জনের পক্ষে জামিন আবেদন করা হলেও তা না মঞ্জুর করে আদালত ৪ জেএমবি সদস্যকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাটোর কোর্ট ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক জানান, গত ১৫ জানুয়ারি বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকা থেকে জেএমবি সদস্য ফজলুর রহমান তাহের ও পরে তার ভাই শহিদুল ইসলামকে আটক করে বগুড়া পুলিশ।

অপরদিকে গতকাল ১১ মার্চ বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা থেকে শাহাবুদ্দিন ও রহিদুল ইসলামকে আটক করে বড়াইগ্রাম পুলিশ।

রবিবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ফজলুর রহমান তাহেরকে বগুড়া জেলা কারাগার এবং শহিদুল ইসলামকে নাটোর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় শহিদুল ইসলামের পক্ষে জামিন আবেদন করেন অ্যাড. আব্দুল মোমিন বাবু। তবে ফজলুর রহমানের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।

বিচারক জামিন আবেদন নাকচ করে উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপরদিকে একই আদালতে শাহাবুদ্দিন ও রহিদুলকে হাজির করে তাদের পক্ষে জামিন আবেদন করেন একই আইনজীবী। আদালত তাদের জামিন আবেদনও নাকচ করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/১২মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :