ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণ, দুইলাখ টাকা জরিমানা আদায়

প্রকাশ | ১২ মার্চ ২০১৭, ২০:৫২

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণ করায় ১০৯৯ জন যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। এসময় তাদের কাছ থেকে দু্ইলাখ ২৫৩৫ টাকা আদায় করা হয়।

রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভৈরব রেলওয়ে স্টেশনে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে এ অভিযান চালানো হয়।

রেল কর্তপক্ষের বিশেষ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সর্দার শাহাদাৎ আলী ।

ভৈরব রেলত্তয়ে স্টেশন মাস্টার অমৃত লাল দাস ঢাকাটাইমসকে জানান, সকাল খেকে ৪০ জন টিকিট চেকার, ৫ জন পরিদর্শক, রেলওয়ের নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যদের সহায়তায় ১২টা আন্তঃনগর ট্রেনে অভিযান চালানো হয়। এসময় ১০৯৯ জন বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের আটক করে তাদের কাছ থেকে দুইলাখ ২ হাজার ৫ শ ৩৫ টাকা এবং জরিমানা সহ ভাড়া আদায় করা হয়।

(ঢাকাটাইমস/১২মার্চ/আরএইচ/ ইএস)