যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তার দুই বছর জেল

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০১৭, ২১:৩২
ফাইল ছবি

নারায়ণগঞ্জে যৌতুক মামলায় হাজ্জাজুর রহমান সুমন (৪৫)নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)কে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন।

রবিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত হাজ্জাজুর রহমান মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার খেরুপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, স্ত্রীর যৌতুক মামলায় পুলিশের এএসআই হাজ্জাজুর রহমান সুমনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পরে আসামি হাজ্জাজুর রহমান সুমনকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ এপ্রিল সদর উপজেলার ফতুল্লার দেলপাড়া এলাকার মমতাজ উদ্দিনের মেয়ে হাজেরা আক্তার মুক্তাকে বিয়ে করেন করেন পুলিশের এএসআই হাজ্জাজুর রহমান সুমন। সেসময় এএসআই হাজ্জাজুর রহমান সুমন আড়াইহাজার থানায় কর্মরত ছিলেন। বিয়ের পর থেকেই তিনি যৌতুকের জন্য মুক্তাকে চাপ দিতেন এবং নির্যাতন করতেন। পরে মুক্তা ২০১৫ সালে সুমনের বিরুদ্ধে আদালতে যৌতুক মামলা দায়ের করেন। মামলার পর সুমন বদলি হয়ে খুলনা বিভাগে যান। স্ত্রীর অভিযোগে পুলিশ বিভাগীয় শাস্তির অংশ হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করে খুলনার পুলিশ লাইনে রাখা হয়।

(ঢাকাটাইমস/১২মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :