পাটপণ্যের আন্তর্জাতিক মেলা চান উদ্যোক্তারা

জহির রায়হান
ঢাকাটাইমস
| আপডেট : ১২ মার্চ ২০১৭, ২২:৪১ | প্রকাশিত : ১২ মার্চ ২০১৭, ২২:৩১

রাজধানীতের চলছে বহুমুখী পাটপণ্যের মেলা। ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশনে ৯ মার্চ শুরু হওয়া এ মেলা আগামীকাল সোমবার শেষ হচ্ছে। এবারের মেলায় ব্যাপক সাড়া পাওয়া গেছে ক্রেতা দর্শনার্থীদের।

জারমাটজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইসমাত জেরিন খান ঢাকাটাইমসকে বলেন, ‘বহুমুখী পাটণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। গত দশ বছর থেকে পাটপণ্যের আলাদা চাহিদা শুরু হয়েছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝতে পেরেছেন। এর ফলে তিনি পাট দিবসের ঘোষণা দিয়েছেন, এ মেলার আয়োজন করেছেন।’ তিনি বলেন, ‘তবে আমি মনে করি আন্তর্জাতিক বহুমুখী পাটপণ্যের মেলা আয়োজন করা উচিত। আন্তর্জাতিকভাবে মেলার আয়োজন করা হলে আমরা অন্য দেশের ডিজাইন, তাদের পণ্যের চাহিদা সম্পর্কে জানতে পারবো। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য আদান প্রদান সহজেই করতে পারবো। এতে আমদের বিদেশে পণ্য রপ্তনি করা আরও সহজ হবে।’

‘ক্ষ’ ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী আমির হোসেন ঢাকাটাইমসকে বলেন, অন্য দেশের পণ্যের চাহিদা বোঝাতে আন্তর্জাতিক মেলার আয়োজন করা উচিত। আশা রাখি বাংলাদেশ সরকার ভবিষ্যতে এমন মেলা আয়োজন করবে। মেলায় পাটপণ্যের প্রতি ক্রেতাদের প্রচণ্ড আগ্রহ আছে। কিন্তু আমরা তো বিদেশি কোনো অর্ডার পাচ্ছি না।

আমির হোসেন পাটপণ্য নিয়ে যারা কাজ করছে তাদের সহযোগিতার আহ্বান জানান।

সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার ইকবাল কবির ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা বহুমুখী পাটপণ্যে বিদেশে রপ্তানি করি। কিন্তু এ মেলা থেকেতো আন্তর্জাতিকভাবে পণ্যের অর্ডার পাচ্ছি না। আন্তর্জাতিক পাটপণ্য মেলার আয়োজন করলে বিদেশি বিভিন্ন ক্রেতা ও বিক্রেতা এদেশে আসবে। তাদের কাছ থেকে বিভিন্ন পণ্যের অর্ডার পাওয়া যাবে। ফলে বাংলাদেশি পাটপণ্যের দ্রুত প্রসার হবে।’

ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাসেদুল করিম মুন্না ঢাকাটাইমসকে বলেন, ‘পাট নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল ব্যবসায়ীরা পেতে শুরু করেছে। তাই পাটের সুদিন ফিরে এসেছে। আমরা পাট দিয়ে নান্দনিক পোশাক থেকে সৌখিন গৃহস্থালি পণ্য-সব কিছুতেই তৈরি করছি। মোটকথা পা থেকে মাথা পর্যন্ত সব পণ্যই পাট দিয়ে তৈরি হচ্ছে। পাট দিয়ে যে শুধু দড়ি আর বস্তাই হয় সে ধারণার এখন পরিবর্তন হয়েছে। আমরা এখন বিশ্বের বিভিন্ন দেশে পাটপণ্য রপ্তানি করছি।’

মেলায় পাটের কারুকাজ খচিত জামদানি শাড়িসহ পাটের শাড়ি, থ্রি পিস, কটি, ফুলদানি, ঝাড়বাতি থেকে শুরু করে ব্যাগ, জুতা, বিছানার চাদর, বালিশ, কুশন, ডায়েরি, নোট বই, মানিব্যাগ, হাত ব্যাগসহ বেড কভার, কুশন কভার, সোফা কভার, কম্বল, পর্দা, টেবিল রানার, টেবিল ম্যাট, কার্পেট, ডোরম্যাট, শতরঞ্জি, ব্লেজার, ফতুয়া কটি, সো-পিস, গৃহস্থালি কাজে ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় হচ্ছে বিভিন্ন স্টলে। এছাড়া প্রদর্শিত হচ্ছে পাট পাতার চা, পাট দিয়ে তৈরি পলিথিন, টিন, সুতা, বেঞ্চ।

পাটের বহুমুখী ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’ এ মেলার আয়োজন করেছে। মেলায় পাটপণ্যের ৬১টি স্টল বসেছে, যেখানে ৯৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছে।

আড়ং এর রপ্তানি ডিজাইনার সামিউল আলম হিমেল ঢাকাটাইমসকে বলেন, আন্তর্জাতিক বহুমুখী পাটপণ্যের মেলা আয়োজন হলে আমরা বিশ্বের বিভিন্ন ডিজাইনারদের সঙ্গে পরিচয় হতে পারবো। তাদের ডিজাইন সম্পর্কে চমৎকার ধারণা পাবো।’

আগামীকাল সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন নেই।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

বয়কটের ডাকে অর্ধেকে নেমেছে তরমুজের দাম, তবুও ক্রেতা নেই

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :