মালিবাগে ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত, আহত দুই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১২:৪৫ | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৭, ০৮:১৩

রাজধানীর মালিবাগে রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাম স্বপন। আহতরা হলেন-ফ্লাইওভার নির্মাণকাজের প্রকৌশলী পলাশ এবং শাহ সিমেন্টের গাড়ি চালক নূর নবী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফ্লাইওভারের নির্মাণ শ্রমিক লিটন বলেন, রবিবার রাত ক্রেন ছিড়ে ফ্লাইওভারের একটি গার্ডার নিচে পড়ে যায়। এতে স্বপন, নূর নবী ও পলাশ গুরুতর আহত হন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার সময়ে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্বপন মিয়া কিশোরগঞ্জ জেলার পাংকলি থানার কুমারপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খিলগাঁও স্টেশনের ফায়ার ফাইটার মো. মূসা জানান, ফ্লাইওভারের গার্ডার পড়ে কয়েকজন আহত হয়েছেন। তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।

২০১২ সালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট জংশনে নির্মাণাধীন উড়ালসড়কের (ফ্লাইওভার) গার্ডার ভেঙে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

(ঢাকাটাইমস/১৩মার্চ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :