ঘাটাইলে দুই কোটি টাকা হাতিয়ে চাল ব্যবসায়ী উধাও

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৬:৩৮ | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৭, ১৬:৩৬

টাঙ্গাইলের ঘাটাইলের বিভিন্ন রাইস মিল থেকে প্রায় দুই কোটি টাকার চাল কিনে দাম পরিশোধ না করে পরিবার নিয়ে উধাও হয়েছেন এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর নাম রাজিব হোসেন বাবু। তিনি কালিহাতী উপজেলার হামিদপুর বাজার উত্তর বেতডোবা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

এ ঘটনায় ১৬ জন রাইস মিলের মালিক ঘাটাইল থানায় মামলা করেছেন। এই মামলায় রাজিব হাসান ছাড়াও আসামি করা হয়েছে তার স্ত্রী তনিমা আক্তার জুলি, ম্যানেজার রামানন্দ, ব্যবসায়ী পার্টনার সাহেব আলী ও বেল্লালকে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে কয়েকজনকে।

মামলা সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার হামিদপুর এলাকার রাজিব হোসেন বাবু ও তার ব্যাবসায়ী পার্টনাররা ঘাটাইল উপজেলার রাইস মিলের মালিক মীর জাকির হোসেন কাকনের ২৭ লাখ ২৬ হাজার ১৭৫ টাকা, মো. কাউসারের ২৮ লাখ ৪৫ হাজার টাকা, সোহেল হোসেনের (খোকন) ১৫ লাখ ২৪ হাজার ২৬৫ টাকা, বকুলের ১০ লাখ ৭১ হাজার ২৫০ টাকা, শাহীনের আট লাখ ৭৬ হাজার ৪২৩ টাকা, শামছুল হকের পাঁচ লাখ ৫৯ হাজার ৪৩০ টাকা, সাজিবের সাড়ে ছয় লাখ টাকা, সবুজের সাড়ে ১১ লাখ টাকা, ঠান্ডুর সাড়ে চার লাখ টাকা, আওয়াল মিয়ার সাত লাখ ৩৫ হাজার ৮০০ টাকা, কবিরের সাড়ে ছয় লাখ টাকা ও সানোয়ারের সাড়ে তিন লাখ টাকাসহ বিভিন্নজনের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের চাল বাকি নেন। পরবর্তী সময়ে গত এক সপ্তাহ ধরে রাজিবের মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে তাদের বাড়িতে গিয়েও তার পরিবারের লোকজনকে পাওয়া না যাওয়ায় ভুক্তভোগী রাইস মিল ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েন। মিল মালিকরা জানান, তারা এখন পরিবার-পরিজন নিয়ে পথে বসে বসার অবস্থা চলে গেছেন।

ঘাটাইল রাইস মিল মালিক সমিতি প্রতারক চক্রের মূল হোতা রাজিব হোসেন বাবুকে ধরিয়ে দিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :