শায়খ রহমানের ছেলেসহ চার জঙ্গির রায় ১২ এপ্রিল

প্রকাশ | ১৩ মার্চ ২০১৭, ১৮:০৩

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার আদালতে শীর্ষ জেএমবি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিলসহ চার জঙ্গির ৩ মামলার রায় ঘোষণার দিন সোমবার ধার্য থাকলেও তা হয়নি। আবার ১২ এপ্রিল রায়ের তারিখ ধার্য করা হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক নূরনাহার বেগম শিউলি ছুটিতে থাকায় সোমবার রায় ঘোষণা হয়নি বলে জানান আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. মো. আবু তাহের।

এর আগে জঙ্গিদের বিরুদ্ধে দায়ের করা তিনটি অস্ত্র ও বিস্ফোরক মামলার রায় দেয়া হবে বলে আদালত সূত্র থেকে জানানো হয়েছিল।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের সড়ক, আদালত প্রাঙ্গণ এবং এর আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল রহমান ছাড়াও মামলার অপর আসামিরা হচ্ছে- আলমগীর হোসেন, রঙ্গিলা ওরফে সোহেল ও মোস্তাফিজুর রহমান।

কুমিল্লার আদালতের অতিরিক্ত পিপি আবু তাহের  আরো জানান, ২০০৬ সালের ১৩ মার্চ কুমিল্লা নগরীর কালিয়াজুরীর একটি বাসা থেকে জেএমবির শীর্ষ নেতাদের সাথে এদের গ্রেপ্তার করা হয়। সে সময় দিনব্যাপী র‌্যাব-পুলিশের অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। ওই ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে তিনটি মামলা করা হয়।

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/এলএ)