‘৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের ষড়যন্ত্র হচ্ছে’

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৭, ১৯:০০

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিটের প্রতিবাদে ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষকদল।

সোমবার বেলা ১১টায় শহরের নবাববাড়ী সড়কে জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন মন্ডলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হুদা পপন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা অধ্যক্ষ রফিকুল ইসলাম, শ্রমিকদলের মোশারফ হোসেন স্বপন ও লিটন শেখ বাঘা, যুবদলের শহর সভাপতি মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের মাহবুব হাসান লেমন ও সাইমুম ইসলাম প্রমুখ।

সমাবেশে ভিপি সাইফুল ইসলাম বলেন, ‘সরকার সুষ্ঠু নির্বাচনে ভয় পায়। তাই তারা আবারো ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন আরেকটি নির্বাচনের ষড়যন্ত্র করছে। তারা এভাবে চিরদিন ক্ষমতায় থাকতে চায়।’

বিএনপির এই নেতা বলেন, ‘তবে জনগন সে সুযোগ দেবে না। সেদিন বেশি দূরে নয় যেদিন জনগণের আদালতে তাদের বিচার হবে।’

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :